প্রশ্ন
তাবেয়ী কাদেরকে বলে এবং তাবে তাবেয়ী কাদেরকে বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিশুদ্ধ মত অনুযায়ী তাবেয়ী বলা হয় যিনি সাহাবীর সাক্ষাত লাভ করেছেন। আর তাবে-তাবেয়ী বলা হয় যিনি তাবেয়ীর সাক্ষাত লাভ করেছেন।
ইমাম নববী (রহ.) বলেন:
বিশুদ্ধ মতানুযায়ী নবী (সা.) এর প্রজন্ম হচ্ছে-সাহাবায়ে কেরাম। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে- তাবেয়ীগণ। তৃতীয় প্রজন্ম হচ্ছে- তাবে-তাবেয়ীগণ। [আলমিনহাজ ১৬/৮৫]
ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী (সা.) বলেন: ‘সর্বোত্তম মানুষ হচ্ছে- আমার প্রজন্ম। এরপর তাদের পরে যারা। এরপর তাদের পরে যারা। অতঃপর এমন কওম আসবে যাদের সাক্ষ্য হলফের পিছনে, হলফ সাক্ষ্যের পিছনে ছুটাছুটি করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৬৫১, সহিহ মুসলিম, হাদিস: ২৫৩৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3340/article-details.html