প্রশ্ন
আমাদের এলাকার কিছু মানুষ মিলাদ পড়ে। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে মিলাদ পড়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নবী কারিম (সা.) এর উপর দরুদ ও সালাম পাঠ করা গুরুত্বপূর্ণ ইবাদত ও অত্যন্ত বরকতময়। দরুদ ও সালাম যেকোনো অবস্থায় পাঠ করা যায়। কোনো অবস্থাকে জরুরি মনে করা ভুল।
তবে প্রচলিত মিলাদ-কিয়ামের কোনো প্রমাণ রাসূল (সা.) এর যুগ থেকে ৬০০ হিজরি পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না।
তাই প্রচলিত পন্থায় মিলাদ-কিয়াম শরিয়তসম্মত নয়। বিশেষ করে এ ধরনের মিলাদ-কিয়ামের মজলিসে নবী কারিম (সা.) উপস্থিত হন বলে আকীদা পোষণ করা শিরকি আকীদার পর্যায়ভুক্ত। এ ধরনের আকীদা পরিহার করা ঈমানদারের জন্য জরুরি।
ইলাউস সুনান ১৭/৪৩০; জাওয়াহিরুল ফিকহ ১/২১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3324/article-details.html