প্রশ্ন
প্রচলিত মিলাদ মাহফিলে (ইয়া নবী সালামু আলাইকা) বলার সময় রাসূল (সা.) এসে উপস্থিত হন, এই আকীদা বিশ্বাস পোষণ করে নবী (সা.) এর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাওয়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া নবী-রাসূল বা অন্য কাউকে হাজির মনে করে কিয়াম করা ইসলামী আকীদা ও কোরআনের সুস্পষ্ট ঘোষণার পরিপন্থী।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন,
‘আপনি বলুন, আমি এ কথা বলি না যে, আমার কাছে আল্লাহর খাজানা আছে। আর আমি গায়েবও জানি না। আমি এ কথাও বলি না যে, আমি ফেরেশতা।’ [সূরা আনআম, আয়াত: ৫০]
হাদিস শরিফে এসেছে, হযরত আবু উমামা (রা.) বলেন, রাসূল (সা.) আমাদের নিকট লাঠিতে ভর দিয়ে এলেন। আমরা তখন দাঁড়িয়ে গেলাম। তখন তিনি বললেন, তোমরা অনারবদের মতো সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িও না। [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২৩০]
তাই রাসূল (সা.) উপস্থিত হওয়ার কথা মনে করে দাঁড়ানো একটি ভ্রান্ত আকীদা। আর এ ধরনের ভ্রান্ত আকীদা পরিহার না করে মুসলমান থাকাও দুষ্কর। এ ধরনের আকীদা পোষণকারীর জন্য অনতিবিলম্বে তাওবা করে আকীদা সংশোধন করা জরুরি।
তাছাড়া প্রচলিত মিলাদও শরীয়তের দৃষ্টিতে আপত্তিমুক্ত নয়।
সূরা কাসাস, আয়াত: ৪৪; ফাতাওয়া বাযযাজিয়া ৬/৩২৬; আজীজুল ফাতাওয়া, পৃ. ৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3320/article-details.html