প্রশ্ন
আমরা অনেক সময় অনেকের মুখে জেহাদের বিভিন্ন ব্যাখ্যা শুনি। কেউ কেউ দাওয়াত ও তাবলীগকে জেহাদ বলে। আবার কেউ তাযকিয়াকে জেহাদ বলে। আবার কেউ গণতান্ত্রিক নির্বাচনকে জেহাদ বলে। আপনাদের কাছে জেহাদের আসল পরিচয় জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জেহাদের পরিচয় : জেহাদ শব্দটির একটি সাধারণ অর্থ এবং একটি পারিভাষিক অর্থ রয়েছে। জেহাদের সাধারণ অর্থ হলো, আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের শিক্ষা ও নির্দেশনা অনুযায়ী ইসলামের কালিমা বুলন্দ করার জন্য যে ত্যাগ-তিতিক্ষা, কষ্ট-ক্লেশ সহ্য করা হয় তাই জেহাদ, তা যে কোনো পথেই হোক বা যে কোনো পন্থায়ই হোক।
এ হিসেবেই হাদিস শরিফে জালেম বাদশাহর সামনে হক কথা বলাকে উত্তম জেহাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
কিন্তু জেহাদ যা শরীয়তের একটি বিশেষ পরিভাষা, তার অর্থ হলো আল্লাহর কালিমা বুলন্দ করা, ইসলাম ও মুসলমানকে রক্ষা করা, মুসলমানদের শক্তি বৃদ্ধি করা ও কাফের মুশরিকদের ক্ষমতা ও কর্তৃত্বকে চূর্ণ করার জন্য আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাফের মুশরিকদের সাথে লড়াই করা।
জেহাদ বলে সাধারণত এ প্রকার জেহাদকে উদ্দেশ্য নেওয়া হয়। এবং এটাই জেহাদরে প্রসিদ্ধ অর্থ।
মুকাদ্দিমাতু কিতাবুল জিহাদ, পৃ. ২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3296/article-details.html