প্রশ্ন
স্বামী বা স্ত্রী কোনো একজনের এইডস হলে ইসলমের দৃষ্টিতে অপরজনের বিচ্ছেদের অধিকার আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী বা স্ত্রী কোনো একজনের এইডস হলে ইসলমের দৃষ্টিতে অপরজনের বিচ্ছেদের অধিকার রয়েছে।
কারণ যৌন মিলন কিংবা স্বামী-স্ত্রী সুলভ আচরণ দ্বারা এইডসের সংক্রমণ ঘটে। আর একবার এইডস হলে এই রোগে মৃত্যু প্রায় নিশ্চিত।
তাই এইডসমুক্ত স্বামী বা স্ত্রী তার সতর্কতা অবলম্বনের অধিকারকে কাজে লাগাতে পারবে। এবং অপরজন থেকে বিচ্ছেদ করে নিতে পারবে।
কারারাতু মাজাল্লাতি মাজমাইল ফিকহিল ইসলামী, জেদ্দা, সংখ্যা ৯ খণ্ড ৪ পৃষ্ঠা ৬৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3280/article-details.html