প্রশ্ন
তাবলিগ জামাতের অনেক ভাই তাদের বয়ানে একটি ঘটনা বলে থাকেন যে, মালাকুল মাউত হযরত মূসা (আ.) এর জান কবয করতে গেলে তিনি থাপ্পড় দিয়ে তার চোখ উপড়ে ফেলেন। জানতে চাই, এ ঘটনা কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, এ ঘটনা সহিহ সনদে বুখারি, মুসলিমসহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে।
হাদিস শরিফে এসেছে
عن أبي هريرة رضي الله عنه قال : ( أرسل ملك الموت إلى موسى عليهما السلام فلما جاءه صكه فرجع إلى ربه فقال أرسلتني إلى عبد لا يريد الموت فرد الله عليه عينه وقال ارجع فقل له يضع يده على متن ثور فله بكل ما غطت به يده بكل شعرة سنة . قال أي رب ثم ماذا ؟ قال ثم الموت . قال فالآن فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر ) . قال قال رسول الله صلى الله عليه و سلم ( فلو كنت ثم لأريتكم قبره إلى جانب الطريق عند الكثيب الأحمر )
হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, মালাকুল মাওত (মাওতের ফিরিশতাকে) মূসা (আ.) এর নিকট তার (জান কবযের) জন্য পাঠানো হয়েছিল। ফিরিশতা যখন তার নিকট আসলেন, তখন তিনি তাকে থাপ্পড় মারলেন (এবং চোখ উপড়ে ফেললেন।) তখন ফিরিশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন, যে মরতে চায় না। (এবং থাপ্পড় মেরে আমার চক্ষু উপড়ে ফেলেছে) অতপর আল্লাহ ঐ ফেরেস্তার চক্ষু পুনরায় ফিরিয়ে দিয়ে বললেন, তুমি তার কাছে ফিরে যাও এবং তাকে বল, সে যেন তার একটি হাত একটি ষাড়ের পিঠে রাখে, তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের পরিবর্তে তাকে এক বছর করে হায়াত দেয়া হবে। মূসা (আ.) বললেন,হে রব! তারপর কী হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মূসা (আ.) বললেন, তাহলে এখনই হোক (রাবী আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, তখন তিনি আল্লাহর নিকট আরয করলেন, তাকে যেন ‘আরযে মুকাদ্দাস’ বা পবিত্র ভূমি থেকে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয়। আবূ হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। [বুখারি, হাদিস: ১৩৩৯; মুসলিম, হাদিস: ৬২৯৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3270/article-details.html