প্রশ্ন
কোনো কোনো লোক বলে থাকেন, অমুক হাদিসটি বুখারি-মুসলিমে নেই। তাই তার উপর আমল করা যাবে না। তাদের এ কথা থেকে বুঝা যায়, তারা মনে করেন বুখারি-মুসলিম ছাড়া আর কোনো কিতাবে সহিহ হাদিস নেই। আমার প্রশ্ন হলো, তাদের এ ধারণা কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যারা উপরোক্ত কথা বলে তারা মূলত অজ্ঞতা থেকেই উপরোক্ত কথা বলে থাকে। হাদিস সম্পর্কে যার প্রাথমিক জ্ঞানও রয়েছে তিনি এধরনের কথা বলতে পারেন না।
কারণ বুখারি ও মুসলিমে বর্ণিত হওয়া ছাড়াও আরও বহু সহিহ হাদিস রয়েছে। এমনকি কিছু কিছু কিতাব তো সহিহ হাদিস সংকলনের জন্যই লেখা হয়েছে। যেমন, সহিহ ইবনে হিব্বান, মুসতাদরাকে হাকেম ইত্যাদি।
এ প্রসঙ্গে খোদ ইমাম বুখারির মন্তব্য প্রনিধানযোগ্য। তিনি বলেন:
مَا أَدْخَلْتُ فِي كِتَابِي (الْجَامِع (إِلَّا مَا صَحَّ، وَتَرَكْتُ مِنَ الصِّحَاحِ لِحَالِ الطُّولِ
‘আমি আমার কিতাবে [সহিহ বুখারিতে] সহিহ হাদিস ছাড়া অন্য হাদিস আনিনি। কিন্তু আমি অনেক সদিহ হাদিস আমার কিতাবের কলেবর বড় হবার শঙ্কায় বাদ দিয়েছি।’ [মুকাদ্দিমায়ে ইবনুস সালাহ-১/১৯]
ইমাম মুসলিম বলেছেন:
وَرُوِّينَا عَنْ مُسْلِمٍ أَنَّهُ قَالَ: لَيْسَ كُلُّ شَيْءٍ عِنْدِي صَحِيحٌ وَضَعْتُهُ هَاهُنَا – يَعْنِي فِي كِتَابِهِ الصَّحِيح
‘আমার কাছে ‘সহিহ’ হিসেবে গণ্য সব হাদিসই আমার কিতাবে আনিনি। [মুকাদ্দিমায়ে ইবনুস সালাহ-১/২০]
ইমাম বুখারি ও মুসলিমের উল্লিখিত বক্তব্য থেকেও এ কথা প্রতীয়মান হয় যে, সহিহ হাদিস কেবল বুখারি ও মুসলিমের মধ্যে সীমাবদ্ধ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3265/article-details.html