প্রশ্ন
আমরা দেখি, কোনো পুরুষ মৃত্যুবরণ করলে তার লাশে সুগন্ধি ব্যবহার করা হয়। প্রশ্ন হলো, নারীদের লাশে কি সুগন্ধি ব্যবহার করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষদের মতো নারীদের লাশেও সুগন্ধি ব্যবহার করা যাবে। বরং তা মুস্তাহাব।
ইবনে সিরীন (রহ.) বলেন, মায়্যিতের জন্য মিশক ব্যবহার নিয়ে ইবনে উমর (রা.)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি কি তোমাদের সর্বোত্তম সুগন্ধি নয়?’ [মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৬১৩৯]
অন্য বর্ণনায় আছে, ‘ইবনে উমর (রা.) মায়্যিতের জন্য মিশক ব্যবহার করতেন।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৬১৪০]
শরহুল মুনইয়্যাহ পৃ. ৫৭৯; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩৬৭; আননাহরুল ফায়েক ১/৩৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬১; আলবাহরুর রায়েক ২/১৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3172&preview=true