প্রশ্ন
মৃত পিতার কবরের চিহ্ন সংরক্ষণের জন্য কবরের পাশে দেয়াল উঠিয়ে নামফলক দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাধারণ অবস্থায় কবরের চারপাশে দেয়াল করা শরীয়তসম্মত নয়। একমাত্র কবরের অবমাননা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা হলে হেফাজত ও সংরক্ষণের মাধ্যম হিসেবে কবরস্থানের চারপাশে দেয়াল দেওয়ার অবকাশ আছে। তবে সেখানে প্রশংসনীয় বাক্য ও কোরআনের আয়াত লেখার অনুমতি নেই।
হাদিস শরিফে এসেছে, মুত্তালিব (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবনু মাযঊন (রা.) মারা গেলে তার লাশ আনা হলো। তারপর লাশ দাফন করা হলো। নবী (সা.) এক ব্যক্তিকে তাঁর কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূলুল্লাহ (সা.) নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন। বর্ণনাকারী কাসির (রহ.) বলেন, আল-মুত্তালিব বললেন, আমাকে যে ব্যক্তি এ ঘটনা অবহিত করেছেন তিনি বললেন, আমি যেন এখনও রাসূলুল্লাহর (সা.) বাহুদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি যখন তিনি তাঁর জামার আস্তিন গুটিয়েছিলেন। অতঃপর তিনি পাথরটি দু’হাতে তুলে এনে (‘উসমান ইবনু মাযঊনের) শিয়রে রাখলেন। অতঃপর তিনি বললেন, এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিনতে পারবো এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করবো। [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২০৬]
রদ্দুল মুহতার ২/২৩৮; আলবিনায়াহ ৩/২৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3134&preview=true