প্রশ্ন
অনক হাজী সাহেবকে দেখা যায় তাওয়াফের মতো সাঈয়ের মধ্যেও ইযতিবা করে। প্রশ্ন হলো, সাঈয়ের মধ্যেও কি ইযতিবা করতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সাঈতে ইযতিবা (ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর চাদর পরিধান করা) নেই। ইযতিবা শুধু তাওয়াফেই করতে হয়।
তাই সাঈয়ের মধ্যে চাদর স্বাভিাবিকভাবেই রাখবে।
মানাসিক ১২৯; গুনইয়াতুন নাসিক পৃ.১৩০; আলমুগনী ইবনে কুদামা ৫/২১৭; রদ্দুল মুহতার ২/৫০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3085&preview=true