প্রশ্ন
তাওয়াফের পরের দুই রাকাত নামাজ কোথায় পড়বে? অনেককে দেখা যায় মাকামে ইবরাহীম ও বাইতুল্লাহ শরিফের মাঝের ফাঁকা স্থানে পড়ে।এতে কি কোনো সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাওয়াফের পরের দুই রাকাত নামাজ মাকামে ইবরাহীমকে সামনে রেখে পড়া সুন্নত।
বুকাইর ইবনে আবদুল্লাহ আলমুযানী (রহ.) বলেন,
بكير بن عبد الله المزني قال : رأيت ابن عمر إذا أراد أن يصلي خلف المقام جعل بينه وبين المقام صفا أو صفين
‘আমি ইবনে উমর (রা.)কে দেখেছি, যখন তিনি মাকামে ইবরাহীমের পিছনে নামাজ পড়তেন তখন তার মাঝে এবং মাকামে ইবরাহীমের মাঝে এক কাতার বা দুই কাতার পরিমাণ স্থান ফাঁকা রাখতেন।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৮৯৬০]
তাই এই দুই রাকাত নামাজ মাকামে ইবরাহীমকে সামানে রেখে পড়া উচিত।
মাকামে ইবারাহীম ও বাইতুল্লাহর মাঝখানে পড়লে সুন্নতও আদায় হয় না। আবার অন্যান্য হাজীদেরও সমস্যা হয়। তাই এমনটি করবে না।
মানাসিক ১৫৬; গুনইয়াতুন নাসিক পৃ. ১১৬; আলমুগনী ৫/২৩১; রদ্দুল মুহতার ২/৪৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3087&preview=true