প্রশ্ন
তাওয়াফের সময় অনেক মহিলাকে রমল করতে দেখা যায়। তাদের এ কাজটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, নারীগণ রমল করা সঠিক নয়। কারণ রমল শুধু পুরুষদের জন্য। যে সকল মহিলা তাওয়াফের সময় রমল করেন তারা ভুল কাজ করেন।
ইবনে উমর (রা.) বলেন,
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : لَيْسَ عَلَى النِّسَاءِ رَمَلٌ بِالْبَيْتِ ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
‘নারীদের জন্য রমল নেই’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩১১০]
তাই এ থেকে বেঁচে থাকা কর্তব্য।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫; আলমুগনী ইবনে কুদামা ৫/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3060&preview=true