প্রশ্ন
সকল তাওয়াফে কি ইযতিবা করতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সকল তাওয়াফে ইযতিবা করা (বাম কাঁধের উপর চাদর রেখে ডান বগলের নিচ দিয়ে নিয়ে পরিধান করা) সুন্নত নয়। নফল তাওয়াফে ইযতিবা করতে হয় না। কারণ ইযতিবা শুধু ঐ তাওয়াফেই করতে হয় যার পর সাঈ আছে। আর নফল তাওয়াফের পর সাঈ করতে হয় না। তাই নফল তাওয়াফে ইযতিবাও করতে হয় না।
ফাতাওয়া হিন্দিয়া ১/২২৫; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ১২৯; আলমুগনী ইবনে কুদামা ৫/২১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3042/article-details.html