প্রশ্ন
ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর বিশেষ সম্পর্ক হয়ে গেলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় এ ধরনের কাজকর্ম করা সম্পূর্ণরূপে নিষদ্ধ।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
(তরজমা) ‘হজ্বের মাসগুলি সুবিদিত। অতএব যে ব্যক্তি এ মাসগুলিতে হজ্ব করা স্থির করে হজ্বে সে অশ্লীল কিছু করবে না, গুনাহ করবে না এবং ঝগড়া বিবাদ করবে না। -সূরা বাকারা (২) : ১৯৭
কেউ যদি এমন করে থাকে তাহলে তার উপর জরিমানা আবশ্যক হবে।
‘এক ব্যক্তি তাওয়াফে যিয়ারতের পূর্বে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে গেল। তাদের সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞাসা করা হলো। তিনি একটি উট জবাই করার নির্দেশ দিলেন।’ [মুআত্তা মুহাম্মাদ পৃ. ২৩৮]
হযরত ইবনে আব্বাস (রা.)কে এক ব্যক্তি জিজ্ঞাসা করল যে, আমি ইহরামের হালতে কামভাবের সাথে নিজ স্ত্রীকে চুম্বন করেছি। এখন আমার করণীয় কী? তিনি উত্তরে বললেন, ‘তুমি একটি কুরবানী কর।’ [কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ পৃ. ৫৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3016&preview=true