প্রশ্ন
তাওয়াফে যেয়ারতের মধ্যে কি রমল করা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে সকল হাজী মিনায় যাওয়ার পূর্বেই একবার সাঈ করেছেন তাদের তাওয়াফে যেয়ারতের পর আর সাঈ করা লাগবে না। সুতরাং রমলও করা লাগবে না। কারণ রমল ঐ তাওয়াফেই করতে হয় যে তাওয়াফের পর সাঈ করতে হয়।
হিশাম (রহ.) তার পিতা থেকে বর্ণনা করেন, ‘ইয়াওমুন নাহরে (অর্থাৎ তাওয়াফে যিয়ারতে) রমল নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫২৯৮]
আতা (রহ.) বলেন, ‘ইয়াওমুন নাহরের তাওয়াফে (অর্থাৎ তাওয়াফে যিয়ারতে) রমল নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৩০০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=2899&preview=true