প্রশ্ন
আমার এক বন্ধুর মাথা পরিপূর্ণ টাক। তার মাথায় কোনো চুল নেই। হজ্বের মধ্যে সে কীভাবে মাথা মুণ্ডাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাদের মাথা টাক কিংবা আগে থেকেই মাথা মুণ্ডানো তাদের ইহরাম থেকে হালাল হওয়ার নিয়ম হলো, তারা তাদের মাথায় ক্ষুর বুলিয়ে নিবে। এতেই তারা হালাল হয়ে যাবে।
তাবেয়ী মাসরূক (রহ.)কে জিজ্ঞাসা করা হলো, ‘যে ব্যক্তি উমরা করে চুল মুণ্ডন করেছে এরপর হজ্ব করেছে সে কী করবে? তিনি বলেন, ‘সে তার মাথায় ক্ষুর বুলিয়ে নিবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৭৯৯]
নাফে (রহ.) বলেন, ‘আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর পুরো মাথা ছিল কেশবিহীন। তাই তিনি হজ্ব-উমরার সময় মাথার ক্ষুর বুলিয়ে নিতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৮০৩]
বাদায়েউস সানায়ে ২/২১২, রদ্দুল মুহতার ২/৫১৬, ফাতাওয়া হিন্দিয়া ১/২৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=2876&preview=true