প্রশ্ন
আমি এ বছর একসাথে হজ্ব এবং উমরা করার নিয়ত করেছি। আমার জানার বিষয় হলো, আমার জন্য কি কুরবানী করা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, কিরান হজ্বকারীর উপর কুরবানী করা জরুরি।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘তারপর যখন তোমরা নিরাপদে থাক তখন যে ব্যক্তি উমরাকে হজ্বের সঙ্গে একত্র করে লাভবান হয় সে (যবেহ করবে) কুরবানী, যে পশু সহজলভ্য হয় …।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৬]
এক বর্ণনায় আছে যে, ‘ছুবাই ইবনে মা’বাদ (রহ.) হজ্বে কিরান করলেন। তাকে উমর (রা.) ভেড়া জবাই করার নির্দেশ দিয়েছিলেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪০৪৩]
উমর ইবনে আবদুল আযীয, ইবরাহীম ও আতা (রহ.) থেকেও এমনটি বর্ণিত আছে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪০৪৭, ১৪০৪৩, ১৫৫৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2172/article-details.html