প্রশ্ন
একদিন আমি একাকী নামায পড়ছিলাম। আমার পাশে এক ব্যক্তি বসা ছিলেন। তো আমি ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে কেরাত পড়ছিলাম। নামায শেষে ঐ ব্যক্তি আমাকে বললেন, নামাযে আস্তে আস্তে পড়ার সর্বনিম্ন স্তর হল নিজের কানে শোনা, শুধু ঠোঁট নাড়ালে হবে না। এখন জানার বিষয় হল ঐ ব্যক্তির কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে নিম্নস্বরে তিলাওয়াতের ক্ষেত্রে এমনভাবে পড়তে হবে, যেন হরফগুলো ভালোভাবে উচ্চারিত হয়। এতেই নামায সহিহ হয়ে যাবে। কানে শোনা আবশ্যক নয়।
– বাদায়েউস সানায়ে ১/৩৯৭; কিতাবুল আছল ১/৬; ইলাউস সুনান ৪/১৩; আলবাহরুর রায়েক ১/৩৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29948&preview=true