প্রশ্ন
ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করা এবং এ থেকে ইনকাম করা সম্পর্কে ইসলামি শরীয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
দ্বীনের শিক্ষণীয় বিষয়াদি বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ইসলামী কার্টুন তৈরি করা একটি অভিনব পদ্ধতি। কিন্তু এই কার্টুনের যেন কোন প্রাণীর প্রতিকৃতি বা ছবি অংকন না হয়, সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাহাড়-পর্বত ও গ্রামীণ বিভিন্ন দৃশ্য, গাড়ি এবং বাচ্চাদের কাছে আকর্ষণীয় আরও যেসব বিষয়াদি রয়েছে সেগুলোর কার্টুন তৈরি করা জায়েয। প্রাণীর কার্টুন তৈরি করা জায়েয হবে না।
হাদিসে বর্ণিত আছে,
عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَآكِلَ الرِّبَا وَمُوكِلَه“ وَنَهٰى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَكَسْبِ الْبَغِيِّ وَلَعَنَ الْمُصَوِّرِينَ.
রাসূল (সা.) লা’নাত করেছেন উল্কি অঙ্কণকারিণী, উল্কি গ্রহণকারিণী, সূদ গ্রহীতা ও সূদ দাতাকে। তিনি কুকুরের মূল্য ও পতিতার উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন। চিত্রাঙ্কণকারীদেরকেও তিনি লা’নাত করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৪৭)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29816&preview=true