প্রশ্ন
বাবা-মার চাচা ও মামা মেয়ের জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম? এমনিভাবে বাবা-মার খালা ও ফুফু ছেলের জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বাবা-মার চাচা ও মামা মেয়ের জন্য মাহরাম। এমনিভাবে বাবা-মার খালা ও ফুফুও ছেলের জন্য মাহরামের অন্তর্ভুক্ত।
-কিতাবুল আছল ৪/৩৫৮; বাদায়েউস সানায়ে ২/৫৩০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩; ফাতাওয়া খানিয়া ১/৩৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29789&preview=true