প্রশ্ন
আমার মামার ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। তিনি এ বছর এখনও সেগুলোর যাকাত আদায় করেন নি। তাই আমি আমার যাকাত আদায় করার সময় একত্রে তার ঐ টাকার যাকাত আমার কাছ থেকে আদায় করে দিয়েছি। পরবর্তীতে তাকে জানালে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ঐ টাকা আমাকে দিয়ে দেন। এখন হযরতের নিকট প্রশ্ন হল, এভাবে তার পূর্ব অনুমতি ব্যতীত তার যাকাত আদায় করার দ্বারা তা আদায় হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার মামার যাকাত যদি পূর্ব থেকেই আপনার আদায় করার নিয়ম থাকে তাহলে ঐভাবে যাকাত দেওয়ার দ্বারা তার যাকাত আদায় হয়ে গিয়েছে। কারণ, কোনো পরিবার বা সমাজে যদি আপনজনের পক্ষ থেকে যাকাত আদায় করে দেওয়ার রেওয়াজ থাকে তাহলে সুনির্দিষ্টভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন থাকে না। তবে পূর্ব থেকে নিয়ম না থাকলে অনুমতি ব্যতীত তাদের যাকাত নিজ থেকে আদায় করলে এর দ্বারা তাদের যাকাত আদায় হবে না। বরং তা নফল দান হিসাবে গণ্য হবে এবং ঐ ব্যক্তিকে তার যাকাত পৃথকভাবে আদায় করতে হবে।
-কিতাবুল আছল ২/১২৬; ফাতাওয়া খানিয়া ১/২২৮; আলবাহরুর রায়েক ২/২৫২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২২৭; রদ্দুল মুহতার ২/৩৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29747&preview=true