প্রশ্ন
১০ তারিখ রমী বা কঙ্কর নিক্ষেপের সময় কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যিলহজ্ব মাসের ১০ তারিখ সুবহে সাদিক থেকে ১০ তারিখ দিবাগত রাতের সুবহে সাদিক পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করা জায়েয।
হাদিস শরিফে এসেছে,
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ১০ যিলহজ্ব মিনায় এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)কে জিজ্ঞাসা করল, আমি সন্ধ্যার পর রমী করেছি। রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘কোনো সমস্যা নেই।’ [সহিহ বুখারি ১/২৩৪]
তবে ১০ তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্য হেলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা মুস্তাহাব।
হাদিস শরিফে এসেছে,
জাবির (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) ‘ইয়াওমুন নাহর’ (অর্থাৎ ১০ যিলহজ্ব) চাশতের সময় রমী (কঙ্কর নিক্ষেপ) করেছেন। আর পরবর্তী দিবসসমূহে সূর্য ঢলে যাওয়ার পরে রমী করেছেন।’ [সহিহ মুসলিম ১/৪২০]
উল্লেখ্য, বিনা ওজরে মুস্তাহাব সময় রমী না করে অন্য সময় রমী করা মাকরূহ।
গুনইয়াতুন নাসিক ১৬৯-১৭০; ফাতাওয়া হিন্দিয়া ২৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2158/article-details.html