প্রশ্ন
উকুফে আরাফার দিন যদি শুক্রবার হয় তাহলে হাজীগণ জুমার নামাজ কোথায় পড়বেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উকুফে আরাফার দিন শুক্রবার হলেও আরাফার ময়দানে হাজীগণ ইমামের পিছনে জোহর-আসর একসাথে পড়বেন। কারণ এ দিনে জুমা পড়া জায়েয নয়। রাসূল (সা.) নিজেও এ দিনে শুক্রবার হওয়া সত্ত্বেও জুমার নামাজ পড়েননি। বরং জোহর ও আসর একসাথে পড়েছেন।
হাদিস শরিফে এসেছে,
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.)আরাফার দিন জোহরের সময় জোহর-আসর একত্রে পড়েছেন।’ [সুনানে আবু দাউদ ১/২৬৫]
অন্য হাদীসে আছে, ‘এক ইয়াহুদী হযরত ওমর (রা.)কে বলল, আমীরুল মু’মিনীন, কুরআনের এমন একটি আয়াত আপনারা তেলাওয়াত করেন, যা আমাদের উপর অবতীর্ণ হলে আমরা সেই দিন ঈদ পালন করতাম। ওমর (রা.) বললেন, কোন আয়াতটি? … ওমর (রা.) বললেন,আয়াতটি রাসূলুল্লাহ (সা.)-এর উপর জুমার দিন আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে।’ [সহিহ মুসলিম ২/৪২০]
মানাসিক ১৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2072/article-details.html