প্রশ্ন
আমরা জানি, হজ্বের সময় ৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করতে হয়। এখন কেউ যদি কোনো কারণে ঐ সময় মিনায় অবস্থান না করে তাহলে তার হজ্বের কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নত। তবে কেউ যদি মিনায় অবস্থান না করে কিংবা এ তারিখে মিনায় না-ই যায় তাহলেও হজ্ব আদায় হয়ে যাবে। তবে মাকরুহ হবে।
বিখ্যাত তাবেয়ী হযরত আতা (রহ.) থেকে বর্ণিত,
‘উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) ৮ তারিখের সন্ধ্যা এবং আরাফার পূর্ণ রাত মক্কায় অবস্থান করেছেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৭৫৮]
মানাসিক ১৮৮-১৮৯; আহকামে হজ্ব, পৃ. ৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2052/article-details.html