প্রশ্ন
আমাদের মসজিদের সামনেই ঈদগাহ মাঠ। ঈদের নামাযের পর মাঠে ব্যাপকহারে পশু কুরবানী করা হয়েছিল। প্রবাহিত রক্তের নিষ্কাশন বা নির্গমনের ব্যবস্থা না থাকায় সেখানে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত করা হয়েছিল। ফলে রক্তের চিহ্নও দূর হয়ে যায়। দুই-একদিন পর সে মাঠে অনুষ্ঠিত একটি জানাযার নামায আমরা ঘাসের উপর দাঁড়িয়ে আদায় করি। এখন জানার বিষয় হলো, আমাদের এ নামায সহিহ হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এ ধরনের অপবিত্র মাঠ শুকিয়ে গেলে এবং নাপাকীর চিহ্ন ও গন্ধ দূর হয়ে গেলেই তা পাক হয়ে যায়। সুতরাং দাঁড়ানোর স্থানে নাপাকীর চিহ্ন না থাকলে সেখানে খালি পায়ে জানাযার নামায পড়া সহিহ হয়েছে। আর জমিন নাপাক হলে জুতা খুলে জুতার উপর দাঁড়ালেও জানাযার নামায সহিহ হয়ে যায়।
-সহিহ বুখারি, হাদিস: ২১৯; মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৪৩১; আলমুহীতুল বুরহানী ২/২০; বাদায়েউস সানায়ে ১/২৫১; আলমাবসূত, সারাখসী ১/২০৫; আলবাহরুর রায়েক ২/১৭৯; ফাতাওয়া খানিয়া ১/২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29497&preview=true