প্রশ্ন
আমরা কয়েকজন মিলে একটি রুমে ব্যচেলর থাকি। সেখানে আমাদের সাথে একজন হিন্দু লোক থাকে। এবং সে একসাথে সব কিছু ব্যবহার করে। এখন প্রশ্ন হল তার শরীরের পানি বা তার ব্যবহারকৃত আসবাবপত্র পাক না নাপাক? যেহেতু তার শরীর এর পানি আমরা নামাযের জায়গায় ও লাগে।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যদি কোন নিশ্চিত নাপাক দেখা না যায়, তাহলে হিন্দুদের শরীর থেকে ঝরা পানি, বা তার ব্যবহৃত আসবাব নাপাক বলে সাব্যস্ত হবে না। পাক হিসেবেই ধর্তব্য হবে। তবে বিধর্মীদের সাথে একসাথে না থাকাই তাক্বওয়ার দাবী।
-রুহুল মাআনী ৩/২২৮; আহকামুল কুরআন, জাস্সাস ২/১২; আল মাবসূত, সারাখসী ১/৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; আদ দুররুল মুখতার ১/৩৮১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29415&preview=true