প্রশ্ন
মেয়েদের ফরজ গোসলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভিজানো কি জরুরী? খোপা/বেণী করা থাকলে সমাধান কি? আর চুল খোলা থাকলে সমাধান কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ফরজ গোসলের সময় শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, পশম ও চুল ধোয়া ফরয। এমনকি পশমের নিচে চামড়ার যে সামান্য অংশটুকু ঢেকে থাকে সেটুকুও ভিজাতে হয়। প্রয়োজনে হাত দিয়ে ঘষতে হয়। একই হুকুম নারী-পুরুষ উভয়ের জন্য।
হ্যাঁ, কোন নারীর চুল যদি আঠা জাতীয় প্রসাধনী দিয়ে সুন্দর করে বেনি বা খোপা করা থাকে। যা খুলতে এবং অনুরূপ বেনি বা খোপা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সে ক্ষেত্রে তাদের বেনি বা খোপা খুলতে হবে না। কিন্তু চুলের গোড়ায় অবশ্যই পানি পৌঁছাতে হবে। যদি চুলের গোড়ায় পানি পৌঁছাতে বিপত্তি ঘটে, সে ক্ষেত্রে কষ্টসাধ্য হলেও বেনী বা খোপা খুলতে হবে।
হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةٌ، فَاغْسِلُوا الشَّعْرَ وَأَنْقُوا الْبَشَرَ “.
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন: প্রতিটি লোমের নিচে অপবিত্রতা বিদ্যমান। সুতরাং তোমরা চুল ধুয়ে নাও এবং শরীরের চামড়া ভালো করে সাফ করে নাও। (জামে তিরমিযী, হাদিস:১০৬)
অন্য এক হাদিসে বর্ণিত আছে,
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي، أَفَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ ؟ قَالَ : ” لَا، إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ تُفِيضِي عَلَى سَائِرِ جَسَدِكِ الْمَاءَ، فَتَطْهُرِينَ ” أَوْ قَالَ : ” فَإِذَا أَنْتِ قَدْ تَطَهَّرْتِ “.
উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন আমি রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমার চুলের বেণী তো খুব শক্ত করে বাঁধি। জানাবাতের গোসলের জন্য কি তা খুলে ফেলতে হবে? রাসূল (সা.) বললেন: না, তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, মাথায় তিন অঞ্জলী পানি ঢেলে দিবে। পরে সারা শরীরে পানি প্রবাহিত করবে। ব্যস এতেই তুমি পাক হয়ে যাবে। (জামে তিরমিযী, হাদিস: ১০৫)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29348&preview=true