প্রশ্ন
আমার বাড়ি মানিকগঞ্জ। কয়েকদিন আগে আমি খুলনায় আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাই। সেখানে একটি ছোট মসজিদে জুমা আদায় করি। জুমার খুতবা দেওয়ার পর হঠাৎ খতীব সাহেব অসুস্থ হয়ে পড়েন। তখন মুসল্লিরা আমাকে ইমামতির জন্যে অনুরোধ করলে আমি নামায পড়াই। এখন মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, মুসাফির হয়েও আমি যে জুমার নামাযে ইমামতি করেছি তা কি সহিহ হয়েছিল? না হলে এখন আমার করণীয় কী? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ইমামতি করা সহিহ হয়েছে। কেননা মুসাফিরের জন্য জুমার নামায আদায় করা জরুরি না হলেও তার জুমা আদায় করা সহিহ এবং তার ইমামতি করাও সহিহ আছে।
-কিতাবুল আছল ১/৩১৫; তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৮; ফাতাওয়া খানিয়া ১/১৭৫; বাদায়েউস সানায়ে ১/৫৯৬; আলইনায়াহ ২/৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29096&preview=true