প্রশ্ন
এ বছর আমি হজ্বে গিয়েছিলাম। কঙ্কর নিক্ষেপের সময় কঙ্করগুলো সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। জানতে চাই, আমার হজ্বের কোনো ক্ষতি হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কঙ্করগুলো সঠিক জায়গায় নিক্ষেপ করা ওয়াজিব। তবে সেগুলো সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে সন্দেহ হলে দ্বিতীয় বার কঙ্কর নিক্ষেপ করা উত্তম। তবে এমন সন্দেহের কারণে মূল হজ্বের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।
তাই আপনার মূল হজ্ব শুদ্ধ হয়ে গেছে। এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে থাকা উচিত নয়।
রদ্দুল মুহতার ২/৫১৩; মিনহাতুল খালেক ২/৩৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2013/article-details.html