প্রশ্ন
ইহরাম গ্রহণের পর শরীরের অবাঞ্ছিত পশম কাটতে পারবে কি
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম গ্রহণের পর শরীরের যে কোনো স্থানের পশম কাটা বা উপড়ে ফেলা নিষি্দ্ধ। তাই অবাঞ্ছিত পশম কাটাও নিষিদ্ধ। এ জন্য ইহরাম গ্রহণের পূর্বেই ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করে নেওয়া উচিত।
হযরত আতা, মুজাহিদ ও তাউস (রহ.) প্রমুখ বিখ্যাত তাবেয়ীগণ বলেন,
‘মুহরিম তার বগলের নিচের পশম উপড়ালে বা নখ কাটলে তার উপর ফিদয়া দেওয়া ওয়াজিব হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৬০৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2012/article-details.html