প্রশ্ন
আমার কোমরে প্রচন্ড ব্যাথা। তাই আমি সাধারণত বসে নামায পড়ি। একদিন এশার নামাযে ব্যাথা কিছুটা কমে। তাই মনে করলাম নামায হয়ত দাঁড়িয়ে পড়তে পারব। সে হিসেবে দাঁড়িয়ে নামায শুরু করি। কিন্তু নামাযের মধ্যে ব্যাথা বেড়ে যায়। ফলে বাকি নামায আর দাঁড়িয়ে পড়া সম্ভব হয়নি। বসেই শেষ করতে হয়েছে। এখন হুযুরের কাছে জানার বিষয় হল, দাঁড়িয়ে নামায শুরু করার পর ওজরের কারণে বসে পড়ার সুযোগ আছে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, ফরয নামায দাঁড়িয়ে শুরু করার পর বাস্তবেই যদি এমন ওজর দেখা দেয়, যার কারণে দাঁড়িয়ে নামায পড়া বেশি কষ্টকর হয়ে যায় তাহলে বাকি নামায বসে পড়া জায়েয। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য বসে নামায পড়া সহিহ হয়েছে।
-কিতাবুল আছল ১/১৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১০৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৭৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৬; রদ্দুল মুহতার ২/১০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28946&preview=true