প্রশ্ন
ইহরাম অবস্থায় মহিলারা কী ধরনের পোশাক পরবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় মহিলাগণ নিজ ইচ্ছামতো স্বাভাবিক পোশাক পরিধান করতে পারবে। তাদের জন্য নির্দিষ্ট কোনো পোশাকের বাধ্যবাধকতা নেই।
عَن عَائِشَةَ قَالَتْ : تَلْبَسُ الْمُحْرِمَةُ مَا شَاءَتْ مِنَ الثِّيَابِ ، إِلاَّ الْبُرْقُعَ وَالْقُفَّازَيْنِ ، وَلاَ تَنَتَقِّبُ.
আয়েশা (রা.) বলেন, ‘মহিলাগণ ইহরাম অবস্থায় নিজ অভিরুচি মাফিক পোশাক পরিধান করতে পারবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৪৪৩]
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) মহিলাদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, ‘ছফিয়্যা (রা.) চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তাঁর হাঁটু পর্যন্ত।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৯৬৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2005/article-details.html