প্রশ্ন
অনেকেই বলে রাসূল (সা.) নাকি সর্বদা জুব্বা পড়ে থাকতেন। কথাটা কতটুকু সত্য? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে যেরকম রাসূল (সা.) জুব্বা পরিধান করেছেন মর্মে বর্ণনা এসেছে, তদ্রূপ রাসূল (সা.)-এর সবুজ ইয়ামানী হিবারাসহ বিভিন্ন ধরনের চাঁদর পরিধানের কথাও হাদিসে বর্ণিত হয়েছে। অতএব, রাসূল (সা.) সর্বদা কেবল জুব্বা পরিধান করেছেন এরকম বলা সহিহ হবে না। যেহেতু হাদিস শরিফে জুব্বার পাশাপাশি অন্যান্য পোশাকও পরিধানের উল্লেখ এসেছে। বড়জোর তুলনামূলক বেশি পরেছেন এরূপ বলা যেতে পারে।
হাদিস শরিফে এসেছে,
عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَرْبُوعًا، بَعِيدَ مَا بَيْنَ المَنْكِبَيْنِ، لَهُ شَعَرٌ يَبْلُغُ شَحْمَةَ أُذُنِهِ، رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ، لَمْ أَرَ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ» قَالَ يُوسُفُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ: «إِلَى مَنْكِبَيْهِ»
বারা ইবনে আযিব (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (সা.) মাঝারি গড়নের ছিলেন। তাঁর উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল দুই কানের লতি পর্যন্ত প্রসারিত ছিল। আমি তাঁকে লাল ডোরাকাটা জোড় চাঁদর পরিহিত অবস্থায় দেখেছি। তাঁর চেয়ে অধিক সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। ইউসুফ ইবনে আবু ইসহাক তাঁর পিতা থেকে হাদিস বর্ণনায় বলেন, নবী কারীম (সা.)-এর মাথার চুল কাঁধ পর্যন্ত প্রসারিত ছিল।
(আল জামিউস সহিহ, ইমাম বুখারী (রহ.) (সহীহ বুখারী) হাদিস: ৩২৯৯)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28871&preview=true