প্রশ্ন
আমাদের এলাকার একজন মুসল্লী বলেন যে, প্রস্রাব করার পর পানি থাকা সত্ত্বেও কেউ যদি পানি ব্যবহার না করে, তবে সে নাপাক থেকে যাবে, তার অযু হবে না। তাই হযরতের কাছে আমার জানার বিষয় হলো, কেউ যদি প্রস্রাব করার পর শুধু টিস্যু বা মাটির ঢিলা ব্যবহার করে শুকিয়ে নেয়, পানি ব্যবহার না করে, তারপর অযু করে নামায পড়ে, তবে কি তার নামায হবে না? পানি ব্যবহার না করার কারণে সে কি নাপাক থেকে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রস্রাব করার পর পানি ব্যবহার না করলে নাপাক থেকে যায় এবং তার অযুও হবে না- এ কথা ঠিক নয়। বরং শুধু মাটির ঢিলা বা টিস্যু ব্যবহার করলেও পাক হয়ে যাবে। এবং এরপর অযু করে নামায পড়াও সহিহ হবে। তবে ঢিলা বা টিস্যু ব্যবহারের পর পানিও ব্যবহার করা যে ভালো তা তো বলার অপেক্ষা রাখে না।
-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা: ৩৯৭৮, ৩৯৮৪; কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা: ১৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; আলবাহরুর রায়েক ১/২২৮; বাদায়েউস সানায়ে ১/১০৪; রদ্দুল মুহতার ১/৩৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28862&preview=true