প্রশ্ন
কোন মাস থেকে হজ্বের ইহরাম গ্রহণ করা যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শাওয়াল মাস থেকে হজ্বের ইহরাম বাঁধা যায়। এর পূর্বে হজ্বের ইহরাম বাঁধা মাকরুহ।
জাবির (রা.) বলেন,‘কেবল ‘আশহুরে হজ্ব’ বা হজ্বের মাসসমূহেই হজ্বের ইহরাম বাঁধা যায়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১৪৮৩৮]
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)বলেন, ‘আশহুরে হজ্বে’ই হজ্বের ইহরাম গ্রহণ করা সুন্নাহ।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ১৪৮৩৭]
গুনইয়াতুন নাসিক পৃ. ৬৭; শরহু লুবাবিল মানাসিক ৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1973/article-details.html