প্রশ্ন
নিজ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে দুস্থ, অসহায়, অভাবী, অভাবের কারণ দ্বীনী শিক্ষা থেকে বঞ্চিত লোক থাকা সত্ত্বেও তাদের অভাবের প্রতি সাহায্য-সহযোগিতার হাত না বাড়িয়ে প্রতি বছর হ্জ্ব না করার সওয়াব বেশি না তাদের সহযোগিতার সওয়াব বেশি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নফল হ্জ্ব শারীরিক ও আর্থিক ইবাদতের সমন্বয়কারী হওয়ার কারণে দান-সদকার চেয়ে বহু উত্তম। অন্যদিকে সমাজে বিরাজমান দরিদ্রতাও এক বিরাট সমস্যা এবং ঈমান-আমলের জন্য বিরাট হুমকি।
এমতাবস্থায় সঠিক চিন্তার করে প্রয়োজনে কোনো কোনো পরিস্থিতিতে উত্তম কার্য ছেড়েও অনুত্তমের উপর আমল করাই প্রাধান্য পাবে। তখন তুলনামূলক অনুত্তম কাজটিই উত্তম বলে বিবেচিত হবে। যেমন কেউ খাবারের অভাবে কষ্ট পাচ্ছে, তখন হজ্ব না করে হলেও তাকে বাঁচানোই উত্তম হবে।
সুতরাং প্রশ্নে উল্লিখিত পরিস্থিতি যদি এ পর্যায়ে পৌঁছে থাকে তাহলে নফল হ্জ্ব না করে অসহায়দের সাহায্যে এগিয়ে আসাই উত্তম।
আদদুররুল মুখতার ২/৬২১; রদ্দুল মুহতার ২/৬২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1966/article-details.html