প্রশ্ন
এক ব্যক্তি তার ভাইয়ের সুস্থতার জন্য ছাগল সদকা করার মান্নত করেছে। এই মান্নতী ছাগলের গোশত মান্নতকারী অথবা তার ভাই খেতে পারবে কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মান্নতকারী নিজে মান্নতের পশুর গোশত খেতে পারবে না; চাই সে যাকাত গ্রহণের যোগ্য হোক কিংবা না হোক। আর মান্নতকারীর ভাই যেহেতু যাকাত গ্রহণের অনুপযুক্ত তাই সেও মান্নতী ছাগলের গোশত খেতে পারবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; আলমুহীতুল বুরহানী ৮/৪৬০; আলবাহরুর রায়েক ২/২৪৫; ফাতাওয়া খানিয়া ৩/৩৫৪; রদ্দুল মুহতার ২/৩৩৯, ৩২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28583&preview=true