প্রশ্ন
বাসায় জামাত করে নামায আদায়ের সময় অনেক ক্ষেত্রে আমার সঙ্গে শুধু আমার ভাই ও আমার বোন থাকে। অনেক সময় কেবল আমার স্ত্রী ও আমার ছোট বাচ্চা। তো এধরনের ক্ষেত্রে জামাতে নামায আদায়ের জন্য দাঁড়ানোর পদ্ধতি কী হবে? জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভাই কিংবা আপনার শিশু সন্তানকে আপনার ডান পাশে এক কদম পিছনে দাঁড় করাবেন। আর আপনার বোন বা আপনার স্ত্রী দাঁড়াবেন আপনার পিছনের কাতারে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৯৮৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩৫০; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৮; বাদায়েউস সানায়ে ১/৩৯২; রদ্দুল মুহতার ১/৫৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28397&preview=true