প্রশ্ন
অনেক মানষখে দেখি বদলি হজ্ব করায়। একজনের হজ্ব অন্যজন করলে কি সেটা সহিহ আছে? এ ব্যাপারে কি কোনো দলিল আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বদলি হজ্ব করানোর জন্য কিছু শর্ত আছে। সে শর্তগুলো পাওয়া গেলেই কেবল বদলি হজ্ব করানো যাবে। যেখানে সে শর্তগুলো পাওয়া যাবে না সে ক্ষেত্রে বদলি হজ্ব করানো যাবে না।
আর বদলি হজ্বে বিষয়টি হাদিস দ্বারাই প্রমাণিত।
হাদিস শরিফে এসেছে,
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ جَاءَتْ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ نَعَمْ
হযরত আবদুল্লাহ ইবনে আববাস (রা.) বলেন, বিদায় হজ্বে খাছআম গোত্রের একজন নারী রাসূলুল্লাহ (সা.)কে জিজ্ঞাসা করল, ‘ইয়া রাসূলাল্লাহ! আমার বাবার উপর হজ্ব ফরয হয়েছে, কিন্তু তিনি এত বৃদ্ধ যে, বাহনের উপর স্থির হয়ে বসে থাকতে পারেন না। আমি কি তার পক্ষ থেকে হজ্ব করতে পারব?’ নবী করিম (সা.) বললেন, ‘হ্যাঁ। (তার পক্ষ থেকে হজ্ব করতে পারবে)।’ [সহীহ বুখারী ১/২০৫; সহীহ মুসলিম ১/৪৩১]
হযরত আলী (রা.) অতিশয় বৃদ্ধ লোক সম্পর্কে বলেছেন-
يُجَهِّزُ رَجُلاً بَنَفَقَتِهِ فَيَحُجُّ عَنْهُ
‘সে তার পক্ষ থেকে হজ্ব করাবে এবং এর খরচ বহন করবে।’ [মুসান্নাফ ইবনে আবী শাইবা ৮/৫৯৯]
আলবাহরুল আমীক ৪/২২৬১; মানাসিক, মোল্লা আলী কারী ৪৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1962/article-details.html