প্রশ্ন
এক ব্যক্তি তার সমস্ত সম্পত্তি তার ছেলেদের নামে লিখে দেয়। যখন সম্পত্তি লিখে দেয় তখন তার উপর হজ ফরজ হয়নি। পরবর্তীতে ছেলেরা ব্যবসা বাণিজ্য করে অবস্থা ভালো করে এবং হজ্ব ফরজ হওয়ার মতো টাকা পয়সা জমে। পিতা এবং ছেলেরা একই পরিবারে বসবাস করছে। যেহেতু পিতা সমস্ত সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে, এমতাবস্থায় কার উপর হজ্ব ফরজ হবে? ছেলের উপর না পিতার উপর?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে সমস্ত সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়ে তাদের ভোগদখলে দিয়ে থাকলে পিতার উপর হজ্ব ফরজ হবে না।
কারণ সম্পত্তিগুলোর মালিক এখন আর পিতা নেই। আর ছেলেদের সম্পদের কারণে পিতার উপর হজ্ব ফরজ হয় না।
হাদিস শরিফে এসেছে,
ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, ‘এক লোক রাসূল (সা.) এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! কোন জিনিস হজ্ব ফরজ করে? রাসূল (সা.) উত্তর দিলেন: পাথেয় এবং সওয়ারি।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৮১৩]
তবে যদিও পিতার উপর হজ্ব ফরজ নয় তবুও ছেলেরা চাইলে পিতাকে অবশ্যই হজ্বে পাঠাতে পারবে। অবশ্য এ ক্ষেত্রে যেহেতু ছেলেদের উপর হজ্বে ফরজ সেহেতু প্রথমে নিজেদের ফরজ হজ্ব আদায়ের চেষ্টা করবে।
মারাকিল ফালাহ, পৃ. ২৭৪ ফাতাওয়া মাহমুদিয়া ৩/১৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1936/article-details.html