প্রশ্ন
কোনো কোনো ব্যক্তিকে সালাম দিলে ভালো করে সালামের উত্তর দেয় না। শুধু মাথা নাড়িয়ে জবাব দেয়। জানতে চাই, মাথা নাড়িয়ে উত্তর দিলে উত্তর আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز واجابة الداعي وتشميت العاطس.
’মুসলমানের উপর মুসলমানের পাঁচটি হক রয়েছে।এর মধ্যে একটি হলো সালামের জবাব দেওয়া।‘ [আসসুনানুল কুবরা, নাসায়ী, হাদিস:১০০৪৯]
কেউ সালাম দিলে তাকে সালামের উত্তর শুনিয়ে দেওয়া জরুরি। মুখে সালামের উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ালে সালামের উত্তর আদায় হবে না।
তবে যদি এমন হয় যে, সালামের উত্তর দিলে সালামদাতা আওয়াজ শুনবে না তাহলে মৌখিক উত্তর দেওয়ার পাশাপাশি মাথা নাড়িয়ে বা অন্য কোনোভাবে ইশারা করে তাকে বুঝিয়ে দেওয়া যাবে যে, সে সালামের উত্তর দিয়েছে।
সহীহ বুখারী ২/৯২৪; জামে তিরমিযি ২/৯৯; উমদাতুল কারী ২২/২৩০; রদ্দুল মুহতার ৬/৪১৩; আলমুহীতুল বুরহানী ৮/১৮; ফাতাওয়া খানিয়া ৩/৪২৩; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৫৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1930/article-details.html