প্রশ্ন
কিছুদিন আগে আমরা কয়েকজন জামাতের সাথে যোহর নামায আদায় করছিলাম। নামাযের প্রথম রাকাতে হঠাৎ দেখি ইমাম সাহেব তাকবীর বলে সিজদায় যাচ্ছেন। আমি সিজদায়ে তিলাওয়াত ভেবে ইমাম সাহেবের সাথে সিজদায় শরীক হই। পরে বুঝতে পারলাম যে, আসলেই তা সিজদায়ে তিলাওয়াত ছিল। তখন আমার পাশে যে মুসল্লী ভাই ছিলেন তিনি সিজদায় যাননি। পরে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তিলাওয়াতে সিজদা শুনিনি, তাই যাইনি এবং আপনার যাওয়াটাও ঠিক হয়নি। আমার না করাটাই ঠিক। জানার বিষয় হল, ইমামের সাথে আমার সিজদায় শরীক হওয়া কি ঠিক হয়েছে? আর তার কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার ইমামের সাথে সিজদায় শরীক হওয়া ঠিক হয়েছে। কেননা মুক্তাদি ইমামের সিজদায়ে তিলাওয়াত না শুনলেও ইমামের সাথে তার সিজদায় শরীক হওয়া ওয়াজিব। তাই উক্ত সিজদায় আপনার শরীক হওয়া নিয়মসম্মতই হয়েছে। এক্ষেত্রে আপনার পাশের মুসল্লীর কথা ঠিক হয়নি। না জেনে দ্বীনী বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।
-কিতাবুল আছল ১/২৭৮; আলমাবসূত, ২/১৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩; আলবাহরুর রায়েক ২/১২০; আলমুহীতুল বুরহানী ২/২৮১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28111&preview=true