প্রশ্ন
এক ব্যক্তি অনিয়ম করে কিছু টাকা আয় করেছে, যা সরকারি ফান্ডে জমা করা উচিত ছিল। কাজটি অন্যায় বোধোদয় হওয়ার পর ঐ টাকা সরকারি ফান্ডে জমা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেয়। আমি দীর্ঘদিন খোঁজ-খবর নিয়ে টাকাগুলো সরকারি কোনো ফান্ডে জমা দেয়ার দৃশ্যমান কোনো উপায় খুঁজে পাইনি। এছাড়া সরকারের কোনো জনকল্যাণমূলক কাজে (যেমন রাস্তা মেরামত, টিউবওয়েল বসানো ইত্যাদি) ব্যয় করার সুযোগও খুঁজে পাইনি। তাই কয়েকজন অত্যন্ত গরীব অসহায় রোগীর তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঐ টাকা থেকে কিছু টাকা খরচ করেছি। বাকি টাকা এ ধরনের অসহায় রোগীর চিকিৎসা বা অসহায় এতীমগণের ভরণ-পোষণ বা গরিব নতুন মুসলমানকে সাহায্য করে খরচ করতে চাই। কেননা আমার মনে হয়, এসকল খাতে খরচ করাও সরকারের দায়িত্ব। এই টাকা এইভাবে খরচ করা ঠিক হবে কি না দয়া করে জানাবেন। এছাড়া অন্য কোনো সহজ উপায় থাকলে মেহেরবানী করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী এ টাকা থেকে গরিব-অসহায়ের চিকিৎসা খরচ দেওয়া ঠিক হয়েছে। আর এখন বাকি টাকাও গরিব-মিসকীনদেরকে দিয়ে দিলে দায়মুক্ত হয়ে যাওয়ার আশা করা যায়। আর বিগত দিনে খেয়ানতের জন্য খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তেগফার করতে হবে এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার সংকল্প রাখতে হবে।
-আলজামে লিআহকামিল কুরআন, কুরতুবী ৩/২৩৭; তাবয়ীনুল হাকায়েক ৭/৬০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৯; আলইখতিয়ার ২/৫৬৮; আলবাহরুর রায়েক ৮/২০১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৫৭; রদ্দুল মুহতার ৬/৩৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28080&preview=true