প্রশ্ন
গত বছর শাবান মাসের ত্রিশ তারিখে রাত দশটায় আমি বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য প্লেনে উঠি। আমেরিকায় যখন নিজের বাসায় পৌঁছাই তখন দুপুর একটা বাজে। সেখানে দ্বিতীয় রমযান চলছিল। সফরের কারণে আমি রোযা ছিলাম না। তাই বাসায় এসে দুপুরের খাবার খাই, কিন্তু পরে সন্দেহ হয় যে কাজটি ঠিক হল কি না। হুজুরের কাছে প্রশ্ন হল, আমার এ কাজটি কি শরীয়তসম্মত হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুসাফির ব্যক্তি যদি সফরের কারণে রোযা না রাখে এবং দিনের বেলায় মুকিম হয় তাহলে রমযানের সম্মানার্থে তার জন্য সূর্যাস্ত পর্যন্ত রোযাদারের মত পানাহার থেকে বিরত থাকা ওয়াজিব। অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আমেরিকার ঐ বাসায় আপনি যদি মুকীম হন তাহলে বাসায় যাওয়ার পর কিছু খাওয়া ঠিক হয়নি। বরং গুনাহ হয়েছে। অবশ্য দীর্ঘ সফরে অনাহারে থাকার কারণে যদি কষ্টের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে আপনার খাবার খাওয়া ঠিক হয়েছে।
-কিতাবুল আছল ২/১৪৯; ফাতহুল কাদীর ২/২৮২; আলবাহরুর রায়েক ২/২৯১; আলহাবিল কুদসী ১/৩১০; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৬৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28005&preview=true