প্রশ্ন
সিরাজগঞ্জ শহরে আমাদের একটি বাড়ি আছে। ঢাকা থেকে বাবার জন্য সেটার পরিপূর্ণ দেখভাল করা সম্ভব হয় না বিধায় তিনি দীর্ঘদিন যাবৎ বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু দূর থেকে তেমন সুবিধা করতে পারছিলেন না। তাই আমার মেজ চাচাকে বাবা বলেছেন যে, আমার বাড়িটা ১৬ লাখ টাকায় বিক্রি করে দিন। এর অতিরিক্ত যত টাকায় বিক্রি করতে পারবেন তা আপনার। চাচা এখন বাড়িটি বিক্রি করে দেয়ার জন্য বেশ তোড়জোড় শুরু করেছেন। আমরা জানতে চাচ্ছি যে, বাবার জন্য চাচার সাথে এভাবে বাড়ি বিক্রি করে দেয়ার চুক্তি করা বৈধ হয়েছে কি? না হলে সঠিক পদ্ধতি কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচার সাথে এভাবে চুক্তি করা বৈধ হয়নি। বাড়িটি বিক্রি করে দেয়ার জন্য আপনার চাচা যদি পারিশ্রমিক নিতে চান তবে তা সুনির্ধারিত করতে হবে। কেননা পারিশ্রমিক নির্ধারিত হওয়া আবশ্যক। এছাড়াও প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে চুক্তি করলে যেমন তার ন্যায্য পারিশ্রমিকের চেয়ে কম পাওয়ার সম্ভাবনা থাকে। তদ্রূপ অনেক চড়া মূল্যে বিক্রি করে বেশি টাকা হাতিয়ে নেওয়ারও সম্ভাবনা থাকে। এতে ক্রেতার উপর জুলুম হয়। পণ্য-মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পায় এবং ধোঁকা ও প্রতারণাযুক্ত অবৈধ দালালীর পথ সুগম হয়। তাই এ ধরনের চুক্তি করা থেকে বিরত থাকা আবশ্যক।
-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৫০২১-২২; মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ২০৭৭৭; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ৩৪৮; আযযাখীরাতুল বুরহানিয়া ১১/৪৩০; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৬; ফাতাওয়া খানিয়া ২/৩০০; রদ্দুল মুহতার ৬/৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27758&preview=true