প্রশ্ন
হজ্বের মৌসুমে দেখা যায়, কয়েকজন বোরকা পরিহিতা মহিলা কেচি নিয়ে দাড়িয়ে থাকে। কারো চুল ছোট করার (কছর করা) প্রয়োজন হলে তারা অল্প কিছু চুল কেটে দেয়। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, চুল কাটার সর্বনিম্ন পরিমাণ কতটুকু? পুরো মাথা থেকে কাটতে হবে, নাকি অল্প কিছু চুল কাটলেও চলবে? এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্য উত্তম তরিকা কী? বিষয়টি বিস্তারিতভাবে জানালে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ইহরাম থেকে হালাল হওয়ার জন্য মাথার এক চতুর্থাংশ পরিমান চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের এক কর পরিমাণ চুল ছোট করা ওয়াজিব। এটাই চুল ছোট করার সর্বনিম্ন পরিমাণ। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় মাথা মুণ্ডানো উত্তম। কারণ রাসূল (সা.) মাথা মুণ্ডিয়েছেন এবং মাথা মুণ্ডনকারীদের জন্য বিশেষভাবে দুআ করেছেন।
হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ حَلَقَ رَأْسَهُ فِي حَجّةِ الوَدَاعِ.
রাসূল (সা.) বিদায় হজ্বের দিন মাথা মুণ্ডন করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪১০; সহিহ মুসলিম, হাদিস: ১৩০৪)
عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ جَدّتِهِ، أَنّهَا سَمِعَتِ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي حَجّةِ الْوَدَاعِ دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلَاثًا، وَلِلْمُقَصِّرِينَ مَرّةً.
ইয়াহইয়া ইবনে হুসাইন তার দাদীর সূত্রে বর্ণনা করেন, তিনি বিদায় হজ্বের দিন দেখেছেন যে, রাসূল (সা.) মাথা মুণ্ডনকারীদের জন্য দুআ করেছেন তিনবার। আর চুল ছোটকারীদের জন্য একবার। (সহিহ মুসিলম, হাদিস: ১৩০৩)
আর মহিলাদের জন্য পুরো মাথা থেকে এক কর পরিমাণ চুল ছোট করা উত্তম। তবে চার ভাগের এক ভাগ থেকে এক কর পরিমাণ চুল কাটলেও ইহরাম-মুক্ত হয়ে যাবে।
আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
تَجْمَعُ الْمُحْرِمَةُ شَعْرَهَا ، ثُمّ تَأْخُذُ مِنْهُ قَدْرَ أُنْمُلَةٍ.
ইহরামকারী নারী তার চুলকে একত্রিত করে সেখান থেকে এক কর পরিমাণ কাটবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৩০৬৫)
তবে কেউ যদি কেবলমাত্র মাথার এক চতুর্থাংশ পরিমাণ থেকে চুল ছোট করে, তাহলে সেক্ষেত্রে ফুকাহায়ে কেরাম এক করের চেয়ে কিছুটা বেশি ধরে কাটতে বলেছেন। যাতে ঐ অংশের যে চুলগুলো তুলনামূলক ছোট, সেটাও এক কর পরিমাণ কাটা হয়ে যায়।
উল্লেখ্য, প্রশ্নে উল্লেখিত মহিলাদের থেকে চুল কাটা উচিত হবে না। কেননা এতে চেহারা ও চুলের পর্দা লঙ্ঘন হতে পারে। বরং চুল নিজ হোটেলে এসে কাটবে। আর মেয়েরা ঘরে এসে নিজের চুল নিজেই কেটে নিতে পারে। এতে কোনো সমস্যা নেই।
-আলমাবসূত, সারাখসী ৪/৭০; বাদায়েউস সানায়ে ২/৩৩০; আদ্দুররুল মুখতার ২/৫১৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৫; আলবাহরুল আমীক ৩/১৭৯৭; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ২২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27734&preview=true