প্রশ্ন
কোনো ব্যক্তির উপর যদি পিতামাতা বদ দোয়া দেয় তাহলে তাদের বদ দোয়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে পিতামাতার গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। কুরআন-হাদিসের বিভিন্ন স্থানে তাদের মর্যাদার কথা বর্ণিত হয়েছে। তাদের কাউকে কষ্ট দিলে কিংবা তাদের সন্তুষ্টি অর্জন করতে না পারলে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদ দোয়া করা হয়েছে।
হাদিস শরিফে এসেছে, হজরত কাব (রা.) থেকে বর্ণিত,
“একবার রাসূলুল্লাহ (সা.) মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন,আমিন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল কর। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন! আবার তৃতীয় সিঁড়িতে উঠে বললেন, আমিন! খুতবা শেষে নবী করিম (সা.) যখন মিম্বর থেকে অবতরণ করেন, আমরা জিজ্ঞেস করলাম, হুজুর! আজ মিম্বরে উঠার সময় যা কিছু শুনলাম, এর আগে তা কখনো শুনিনি। রাসূল (সা.) বললেন, এইমাত্র হজরত জিব্রাইল (আ.) এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আমি বললাম আমিন! দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জিব্রাইল (আ.) বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, যার সামনে আপনার নাম নেওয়া সত্ত্বেও সে আপনার ওপর দরুদ পড়ে না। আমি বললাম আমিন! আবার তৃতীয় সিঁড়িতে পা রাখতেই জিব্রাইল (আ.) বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, যার সামনে তার মা-বাবা অথবা উভয়ের একজন বার্ধক্যে পৌঁছেছে অথচ সে তাঁদের খেদমত করে জান্নাতি হতে পারল না। আমি বললাম আমিন! “[মুসতাদরাকে হাকেম]
তাই, সর্বদা এই ফিকির রাখতে হবে যেন, কোনো ভাবেই পিতা মাতা কষ্ট না পায়। এরপরও যদি কখনো তারা কষ্ট পেয়ে যায় এবং বদ দোয়া করে ফেলে তাহলে এর জন্য তাদের কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাদেরকে খুশি করে তাদের থেকে মাফ করিয়ে নিতে হবে। সাথে সাথে মহান আল্লাহর কাছেও মাফ চাইতে থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1894/article-details.html