প্রশ্ন
আমার ফুফুর উপর হজ্ব ফরয। কিন্তু অসুস্থতার কারণে তার হজ্ব করার শারীরিক সক্ষমতা নেই। তিনি অন্য কাউকে দিয়ে তার হজ্বটি করাতে চাচ্ছেন এবং এর জন্য আমাকে নির্বাচন করেছেন। কিন্তু আমি নিজের ফরয হজ্ব আদায় করলেও কখনো অন্যের বদলি হজ্ব করিনি। তাই হযরতের কাছে আবেদন, বদলি হজ্বের পদ্ধতিটা সংক্ষেপে একটু বলবেন। এক্ষেত্রে কী কী বিষয়গুলো বিশেষভাবে লক্ষ রাখতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বদলি হজ্বের পদ্ধতি আর সাধারণ হজ্বের পদ্ধতি একই। আপনি যে পদ্ধতিতে আপনার ফরয হজ্ব আদায় করেছেন সে পদ্ধতিতেই বদলি হজ্ব আদায় করবেন। শুধু ইহরাম করার সময় যার পক্ষ থেকে হজ্ব করছেন তার পক্ষ থেকে হজ্ব করার নিয়ত করবেন। মৌখিকভাবে নিয়ত করা উত্তম। উদাহরণস্বরূপ এভাবে বলবেন যে, আমি আমার ফুফুর পক্ষ থেকে হজ্বের ইহরাম করছি। তামাত্তু হজ্ব করার ইচ্ছা করলে উমরার নিয়ত করার সময়ও এভাবে বলবেন।
বদলি হজ্বকারীর জন্য লক্ষ্য রাখা উচিত যে, যাতায়াত ও পানাহারের খরচ যেন ইনসাফের সাথে হয়। কেননা হজ্বের খরচের টাকাটা তার কাছে আমানত। সর্তকতার সাথে তা খরচ করা উচিত। কোনো ধরনের অপ্রয়োজনীয় খরচ করবে না। হজ্ব শেষে যে পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকবে তা ফিরিয়ে দেওয়া জরুরি। অবশ্য যদি হজ্বে প্রেরণকারী তাকে উদ্বৃত্ত টাকা হাদিয়া হিসাবে দিয়ে দেন তাহলে সেটা ভিন্ন।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৯৭১; আলমাবসূত, সারাখসী ৪/১৬২; বাদায়েউস সানায়ে ২/৪৫৬; আততাজনীস ওয়াল মাযীদ ২/৪৯২; তাবয়ীনুল হাকায়েক ২/৪২৯; ইলইখতিয়ার ১/৫২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27649&preview=true