প্রশ্ন
স্বামীর মৃত্যু-পরবর্তী ইদ্দত পালনকারী মহিলার জন্য পাশের বাড়িতে যাওয়া জায়েয হবে কি? বিশেষত যখন একা থাকার কারণে খারাপ লাগে বা বিশেষ প্রয়োজনে পাশে মায়ের বাড়ি যেতে হয় সেক্ষেত্রে পাশে মায়ের বাড়ি যেতে পারবে কি? আর মেয়েদের তালীমের জন্য নিকটতম বা দূরবর্তী কোনো বাসায় যাওয়া-আসা করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বামীর মৃত্যু পরবর্তী ইদ্দত চলাকালীন বিধবার জন্য বাসায় অবস্থান করাই শরীয়তের বিধান। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তবে বিশেষ প্রয়োজনে বা খুব বেশি একাকীত্ব অনুভব হলে দিনের বেলা পূর্ণ পর্দার সাথে পাশে মায়ের বাড়ি যেতে পারবে এবং রাতের আগেই ইদ্দতের জায়গায় ফিরে আসবে। আর এ অবস্থায় তালীমের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া যাবে না। বরং বাসাতে থেকেই তালীম বা দ্বীনী কিতাবাদি পড়াশোনা করবে।
-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১২০৬৪, ১২০৬৮; আলমুহীতুল বুরহানী ৫/২৩৬; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৯; আলবাহরুর রায়েক ৪/১৫৩; বাদায়েউস সানায়ে ৩/৩২৪; আদ্দুররুল মুখতার ৩/৫৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27623&preview=true