প্রশ্ন
আমি মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি। পরিবারের প্রয়োজনে খরচ করার পর বছরের শেষে স্বাধারণত আমার কাছে ১০-১৫ হাজার টাকা বেঁচে থাকে। এ ছাড়া আমার আর কোনো সম্পদ নেই। তবে আমার সংগ্রহে আরবী, উর্দূ ও বাংলা মিলিয়ে বেশকিছু কিতাব আছে। যার ক্রয়মূল্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আমার জানার বিষয় হল, উক্ত কিতাবগুলোর কারণে কি আমার উপর যাকাত ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার উপর যাকাত ফরয নয়। আর আপনার সংগ্রহে যে কিতাবাদি আছে তা যেহেতু আপনার পড়াশোনার জন্য; ব্যবসার জন্য নয়, তাই এর উপরও যাকাত ফরয নয়।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দি, পৃ. ১০৯; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৩৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; রদ্দুল মুহতার ২/২৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27542&preview=true